Sasraya News

Wednesday, March 12, 2025

House Collapse : নির্মীয়মান বাড়ি ভেঙে প্রাণহানি

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : নির্মীয়মাণ বাড়ি ভেঙে (Hose collapse)  প্রাণ হারালেন একজন। বিরাটিতে গার্ডেনরিচের ছায়া দেখা যায়। একটি নির্মীয়মাণ বাড়ির অংশ বিশেষ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় শনিবার মৃত্যু হিয়েছে একজন মহিলার। তার পরেই রবিবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ওয়ার্ডেই একটি পুরনো বাড়ির কার্ণিশ ভেঙে পড়ে মৃত্যু হয় একজনের। অন্যদিকে বিরাটির শরৎ কলোনীতে একটি নির্মীয়মান বাড়ির অংশ ভেঙে পড়ে। মারা যান কেয়া শর্মা চৌধুরী (৫৮) নামে একজন মহিলা। 

আরও খবর : Easter Sunday : মহাসমারোহে উদযাপিত হল ইস্টার সানডে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment