Sasraya News

Thursday, February 13, 2025

Government Job : দশ লক্ষ চাকরি দেবে মমতা ব্যানার্জী

Listen

১০ লক্ষ চাকরি দেবে মমতা ব্যানার্জী

সাশ্রয় নিউজ : কলকাতা : ২১ জুলাই : এই দিন বৃষ্টিভেজা ২১ জুলাইয়ের মঞ্চ । তেমন চমক না থাকলেও ২১ এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন ১০ লক্ষ চাকরির খবর। কিন্তু কোন কারণ বশত এই প্রজেক্ট সফল হচ্ছে না। আর দোষারফ সেই বিরোধীদলকেই। এই রাজ্যে বিরোধী বলতে সকলেই জানেন যে, বিজেপি ।

এ দিনের মঞ্চ থেকে বিজেপিদের আক্রমণ শানান। প্রসঙ্গত বলা যায় যে , ২১ সের ধর্মতলা মঞ্চে আক্রমণ করেন তৃর্ণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কে একহাত নিয়ে তিনি উপস্থিত তৃণমূল সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “বিজেপি আন্দোলনে পারেনা। আমার কাছে ১০ লক্ষ সরকারি চাকরি তৈরী আছে। কিন্তু আমি কিছু করতে গেলেই আদালতে ছোটে তারা । কখন বলে ২৬ হাজারের চাকুরী খাই, কখনো বলছে ৪২ হাজারের চাকুরী খাই। কখনো বা বলছে ওবিসি উঠিয়ে দাও। উঠবে না। আমরা আইনি লড়াই করছি, করে যাব। “

মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানেই থেমে যাননি। তিনি আরো বলেন যে, “লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য আমরা ৬০ হাজার কোটি টাকা খরচ করেছি। স্বাস্থ্যসাথী তে ১০ হাজার কোটি টাকার বিনিময়ে মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দিয়েছি।” এই বিষয় নিয়েই তিনি থেমে থাকেননি। তিনি কর্মীসদস্যের উদ্দেশ্য করে জানিয়ে দেন ,”বিত্তবানেদের নয়, বিবেকানন্দের দল হতে হবে তৃণমূলকে। আমি দলে বিত্তবান লোক চাইনা। বিবেকবান লোক চাই। কেন জানেন ? পয়সা আসে চলে যায়। কিন্তু সেবার কোন বিকল্প নেই।” এতেই জলের মতো পরিষ্কার যে রাজ্যজুড়ে তৃণমূলের বিত্ত শ্রেণীর ব্যক্তিদের আঙুল উঁচিয়ে বলেছেন আরো বলেছেন যারা পাটি করতে এসে বৃত্তবান হয়েছেন প্রত্যেক ব্যক্তির উদ্দেশ্যে এই উক্তি তিনি ব্যবহার করেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন যে, “যত জিতব, তত নম্র হতে হবে।” সাফ বোঝা যাচ্ছে নেত্রী জানিয়ে দিয়েছে এলাকায় এলাকায় দাদাগিরি ভুল মানুষের উপদ্রব ইত্যাদি ক্ষেত্রে তিনি সরব হলেন। সরাসরি তিনি মঞ্চ থেকে আরো বলেন যে, “যেন কারো বিরুদ্ধে দল কোনও অভিযোগ না পাই ! অভিযোগ পেলেই দল উপযুক্ত ব্যবস্থা নেব। “

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment