



চলে গেলেন গৌতম হালদার
সাশ্রয় নিউজ ★ কলকাতা : চলে গেলেন গৌতম হালদার (Goutam Halder)। প্রখ্যাত এই বাংলা চলচ্চিত্র পরিচালকের (Bengali Film director) প্রয়াণে হঠাৎ-ই শোকের ছায়া নেমে আসে সিনেমা ও সাংস্কৃতিক জগতে। শুক্রবার নিজ বাড়িতে শারীরিক অসুস্থতা অনুভব করেন। পরিবারের লোকজন তাঁকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যান। কিন্তু পথেই অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। তাঁর প্রয়াণের খবর পেয়েই দ্রুত কলকাতা চলে আসেন চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)। বিদ্যার চলচ্চিত্র জগতে পদার্পণ গৌতম হালদার-এর ছবি ‘ভাল থেকো’ দিয়েই। তিনি শুক্রবার সন্ধেয় কলকাতা এসে শ্রী হালদার-এর মরদেহে অন্তিম শ্রদ্ধা জানান। এছাড়াও শেষ শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ও নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু, মন্ত্রী সুজিত বসু, নাট্য ও চলচ্চিত্র জগতের অগণিত ব্যক্তিত্ব। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-ফাইল চিত্র
