



সাশ্রয় নিউজ ★ গার্ডেনরিচ : নির্মীয়মাণ বহুতল ভেঙে (Garden Reach Building Collapse) গার্ডেন রিচে প্রাণ হারিয়েছেন ৭ জন। রবিবার মাঝ রাতে ওই বহুতল ভেঙে পড়ে একটি ঝুপড়ির ওপর। সূত্রের খবর, ধ্বংস স্তূপের ভেতর এখনও অনেকে আটকে থাকার আশঙ্কা স্থানীয় মানুষজনের। আহতদের মধ্যে পাঁচজনের গুরুতর অবস্থায় এসএসকেএম (SSKM Hospital) হাসপাতালে চিকিৎসা চলছে। দু’জন সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন। দু’জন বালক সহ মোট ৬ জনের বেসরকারি হাসপাতালের ICU-তে চিকিৎসা চলছে বলে উল্লেখ। এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি হত ও আহতদের পরিজনদের।
ছবি : সংগৃহীত
আরও খবর : Murshidabad : বাথরুমের চেম্বার থেকে যুবকের দেহ উদ্ধার
