



সাশ্রয় নিউজ ★ কলকাতা : গার্ডেনরিচ কাণ্ডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী’র পোস্ট এক্স হ্যাণ্ডেলে। সেখানে শুভেন্দু বাবু লেখেন, “গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ডে ৫ তলা বাড়ি ভেঙে পড়েছে। ওই এলাকা মেয়র ও পুরমন্ত্রীর তথাকথিত দুর্গ বলে পরিচিত।” পুরমন্ত্রীরদিকে বাক্যবাণ ছুঁড়ে দেওয়ার পরেই শুভেন্দু বাবু, স্বরাষ্ট্র সচিব, মুখ্যসচিব ও কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশ্য করে ওই পোস্টে লেখেন, “হতাততের সংখ্যা নিয়ে একের পর এক ফোন আসছে। দুর্গতদের উদ্ধারে অবিলম্বে বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠান।”

প্রসঙ্গত, রবিবার রাতে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ায় ঘটনাস্থলে রাতেই পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও উচ্চ-পদস্থ পুলিশ কর্তারা। পৌঁছয় দমকল, এনডিআরএফ। চলে উদ্ধার কাজ। সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা ৬। স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি ১০ জন। দু’জন বালক। তাঁদের বয়স ৮ও১০ বছর। মোট ছয়জন ICU -তে চিকিৎসাধীন।
দুর্ঘটনা স্থলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি প্রশাসনকে জানান, ‘দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।’ সকালবেলাতেই ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর সঙ্গে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু, মালা রায়। মুখ্যমন্ত্রী স্থানীয় মানুষজনকে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। তিনি গার্ডেনরিচের পাহাড়পুরের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে আহতদের দেখতে হাসপাতালে যান। সোশ্যাল মিডিয়ার পোস্টে মুখ্যমন্ত্রী হত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দেন।
এদিন এলাকা ঘুরে দেখে মুখ্যমন্ত্রী বলেন “এটা খুব ঘিঞ্জি এলাকা। মন্ত্রীরা সারা রাত এখানে ছিলেন। কিছু কিছু প্রোমোটার বেআইনিভাবে বাড়ি তৈরি করেন। তাঁদের একটু ভাবা দরকার, এখানে আসেপাশে যাঁরা আছেন তাঁদের যাতে ক্ষতি না হয়!” মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, “এখন রমজান মাস চলছে। এখানে অনেক মানুষ উপোস করেন। তা সত্ত্বেও একাকার মানুষ উদ্ধার কাজে হাত লাগিয়েছেন।” এলাকা পরিদর্শনে যান বিজেপি নেতা ইন্দ্রনীল খান। তাঁর প্রশ্ন, “এই সংকীর্ণ এলাকায় কীভাবে এমন বহুতল নির্মাণ হয়?” ছবি : সংগৃহীত
আরও খবর :Garden Reach Building Collapse : ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতল, হত ৭
