Sasraya News

Thursday, March 13, 2025

Gangasagar Mela : গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে ২৫০০ অতিরিক্ত বাস

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela)  হাতেগোনা আর ক’য়েক দিন। এই মেলাকে কেন্দ্র করে বহু সাধুসন্ত ও পুর্ণ্যার্থীরা সমবেত হন মেলায়। কলকাতা, হাওড়া ও শিয়ালদহ পৌঁছে তাঁদের যাতে মেলায় পৌঁছতে কোনও রকম বিড়াম্বনার ভেতর না পড়তে হয় তার জন্য রাজ্য সরকার ২৫০০ হাজার অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ। বাবুঘাট, ধর্মতলা ও হাওড়া স্টেশনে বিশেষ কাউন্টারও থাকবে বলে জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আগামীকাল অর্থাৎ ১১ তারিখ থেকে ১৭ তারিখ থেকে গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) পুর্ণ্যার্থীদের এই সুবিধা দেওয়া হবে বলে সূত্রের খবর। এছাড়াও, নামখানা থেকে ৩২ টি সরকারি ভেসেল ও ৭০টি বেসরকারি ভেসেল পুর্ণ্যার্থীদের গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) পর্যন্ত নিয়ে যাওয়া ও আসার কাজে ব্যস্ত থাকবে।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment