



সানি সরকার ★ সাশ্রয় নিউজ, কলকাতা : প্রকাশিত হল ‘গাণ্ডীব’ (Gandib Magazine) -এর নতুন সংখ্যা। খুব অল্প সময়ের ভেতরেই পাঠকদের ভেতর সমাদৃত হয়েছে পত্রিকাটি। মূলত কবিতা ও কবিতা বিষয়ক লেখা নিয়ে পাঠকদের সামনে প্রতিমাসে উপস্থিত হয়ে কবিতা পাঠদের ক্ষুধা নিবারকের কাজ করছে। সম্পাদকের প্রাজ্ঞ দৃষ্টি ও সম্পাদনা দক্ষতা নজর কাড়ে। লেখা নির্বাচনে কতটা সতর্ক তা নির্বাচিত ও মুদ্রিত লেখাগুলিতেই স্পষ্ট।

সাম্প্রতিক সংখ্যাটিতে (সেপ্টেম্বর ২০২৪) অনেক নতুন লেখা ও লেখক সমাবেশ পত্রিকাটিকে উর্বর করেছে। কব্য-সাহিত্যের মানুষ সম্পাদক নিজেও, সুতরাং পত্রিকাটিতে যে কবিতা আলাদা মাত্রা নিয়ে উপস্থিত হবে তা অবশ্যই আশা করা যায়। এহেন ক্ষেত্রে সম্পাদক যে চাপে থাকেন তা বলার অপেক্ষা নেই। কিন্তু মুনশিয়ানা সমস্ত কিছুকে ছাপিয়ে সুন্দর সৃষ্টির পথে এগিয়ে গিয়েছে বিগত সংখ্যাগুলিতে। এ-সংখ্যাটিতেও তার ব্যাঘাত ঘটেনি। বরং প্রতিটি সংখ্যা, নতুনরূপে পাঠকের দরবারে কড়া নাড়ছে নতুন কিছু নিয়ে।

শুক্রবার অপরাহ্নে কবি অমিত কাশ্যপ সম্পাদিত মাসিক কবিতা পত্রিকা ‘গাণ্ডীব’ -এর প্রথম বর্ষের পঞ্চম সংখ্যা আনুষ্ঠানিক প্রকাশ হল, অবনীন্দ্র সভাঘর-এর সামনে। এই অনুষ্ঠানেই কবি সাতকর্ণী ঘোষ-এর ‘কলকাতার যিশু’ এবং কবি তরুণ মুখোপাধ্যায়-এর ‘ও মেয়ে তুই ঝড় হবি?’ গ্রন্থটিরও প্রকাশিত হয়। এদিন সম্পাদক সাতকর্ণী ঘোষ, বাচিক শিল্পী কাজল শুর প্রমুখ ওঁদের বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করেন।
