Sasraya News

Fake Message : ভুয়ো মেসেজের জবাব দিল কমিশন

Listen

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : হোয়্যাটস অ্যাপে ঘোরে, ভোট কর্মীরা পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিতে পারবেন না। নির্বাচন কমিশন, হোয়্যাটস অ্যাপে ঘুরতে থাকা মেসেজকে ভুয়ো (Fake Message)  বলে জানিয়ে দেয়। কমিশন এও জানায় যা, এধরনের মেসেজ সসম্পূর্ণ মিথ্যে ও বিভ্রান্তিকর। নির্বাচন কমিশনের বার্তায় জানানো হয়, সমস্ত সরকারি আধিকারিক ও ভোটকর্মীরা ভোট কেন্দ্র থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এছাড়াও, সমস্ত রকম ভুয়ো তথ্যের দিকে দেশের জনগণকে সতর্ক থাকার পরামর্শ কমিশনের। এছাড়াও নির্ভুল তথ্য পেতে, অফিসিয়াল ওয়েব সাইটে নজর রাখার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশন। ছবি : প্রতীকী 

আরও পড়ুন : Nawshad Siddique : ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছেন না নওশাদ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read