



সাশ্রয় নিউজ: কাশ্মীর / হরিয়ানা : Election Result Live: ভারতীয় জনতা পার্টিকে পিছনে ফেলে কাশ্মীরে ইন্ডিয়া এগিয়ে রয়েছে 49 আসনে। উল্টো দিকে হারিয়ানায় এগিয়ে গেল বিজেপি । দুই জায়গায় দুই রকম ফল হবে এটাই স্বাভাবিক বলে মনে করছে আমজনতা। দুই রাজ্যেই 90 টি করে বিধানসভার আসন । যদিও দুই দলের সমর্থনদের প্রত্যেকের প্রত্যাশা যে তারাই জিতবে।
কথা হল যদি ইন্ডি জোট কাশীমরে জিতে যায় আর হরিয়ানায় জিতেয়ায় ভারতীয় জনতা পার্টি তাহলে সমানে সমানে ঘটবে রাজ্য জয়ের গল্প। প্রশ্ন হলো হরিয়ানায় কি কংগ্রেস জোট তথা ইন্ডি জোট পারবে কাশ্মীরের মতো জায়গা ধরে রাখতে !
দ্বিতীয় রাউন্ডে : আপাতো এগিয়ে গেল বি জে পি 47 আসনে উল্টো দিকে জম্মুকাশ্মীরে এগিয়ে 40 আসনে।
গণনা চলছে।
