



একই পরিবারের চারজন সদস্যদের রহস্য মৃত্যু, সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা আদালতে
সাশ্রয় নিউজ ★ দূর্গাপুর : একই পরিবারের চারজন সদস্যদের রহস্য মৃত্যু, সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা আদালতে। আদালতে জনস্বার্থ মামলা আইনজীবী সামিম আহমেদ-এর। বিচারক রাজাশেখর মান্থা-এর এজলাসে আইনজীবী সামিম আহমেদ জানান, ‘দূর্গাপুরে একই পরিবারে চারজনের রহস্যমৃত্যুর৷ পিছনে বড় কোনও রহস্য ষড়যন্ত্র আছে।’ তিনি বিচারককে জানান, ‘নিয়োগ দুর্নীতির বিষয়টিও জড়িয়ে থাকতে পারে।’ বিচারপতি মান্থা আইনজীবীকে গোটা বিষয়টি জানিয়ে হলফনামা জমা দিতে বলেন বলে উল্লেখ। উল্লেখ্য যে, গত রবিবার ভোরে দূর্গাপুরের মিলনপল্লির বাসিন্দা অমিত মণ্ডল, তাঁর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিশেষ সূত্রে খবর, মৃত্যুর আগে অমিত পরিবারের কিছু মানুষকে মৃত্যুর কারণ জানিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ দেন। ফেসবুকেও পোস্ট করেন বলে উল্লেখ। আইনজীবী এই জায়গাতেইই রহস্য ও ষড়যন্ত্র দেখছেন বলে বিশেষ সূত্রে খবর। আইনজীবী জানান, ‘দূর্গাপুরে একই পরিবারের চারজনের মৃত্যুতেও রয়েছে নিয়োগ দুর্নীতির ছায়া।’ আদালতকে তিনি জানান, ‘তদন্তে জানা গিয়েছে, মৃত্যুর আগে অমিত মণ্ডল তাঁর মোবাইল থেকে আত্মীয়দের হোয়াটসঅ্যাপ গ্রুপে দুটি সুইসাইড নোট পাঠান। সেখানে স্কুলে নিয়োগে তাঁদেরই কিছু আত্মীয় জড়িত থাকা, সম্পতি হাতিয়ে নেওয়ার চেষ্টা, দিনের পর দিন মানসিক হেনস্থার অভিযোগ করা হয়েছে।’ উল্লেখ্য, নিহতদের পরিবার গোটা বিষয়টি হাইকোর্টে জানিয়ে সিবিআই তদন্ত দাবি করেন।
