



আজ মহাপঞ্চমী
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আজ মহাপঞ্চমী। আজকে সন্ধেবেলা আনুষ্ঠানিকভাবে মণ্ডপে মণ্ডপে দেবীর আগমনী মন্ত্র উচ্চারিত হবে। বাঙালির দুর্গাপূজোর উদ্বোধন নানাম জায়গায় শুরু হয়ে গেলেও। আজই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। দেবীর আগমনী মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবীবে বরণ করে নেওয়ার পরই শুরু হয়ে যাবে মহাষষ্ঠী পুজোর প্রস্তুতি।
