



সাশ্রয় নিউজ ★ কলকাতা : এক তরুণী বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন দীঘায়। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে উল্লেখ। জানা যায়, তরুণীর পুরুষ বন্ধুকে গাছের সঙ্গে বেঁধে রেখে তাঁর সামনে তরুণীকে রবিবার ধর্ষণ করা হয়। এও খবর যে, সস্তায় হোটেলে পাইয়ে দেবার নাম করে অভিযুক্তরা তরুণীকে শারিরীক নির্যাতন করেন। এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে, দীঘায় মিছিল করে তৃণমূল কংগ্রেস। দীঘায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মিছিলও হয়। তৃণমূল কংগ্রেস শাসিত রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতির এ বিষয়ে মন্তব্য, ‘’লোকসভা ভোটের আগে কিছু অসাধু ব্যক্তিকে নামিয়ে দেওয়া হয়েছে, যাতে অশান্তির বাতাবরণ তৈরি করা যেতে পারে। রবিবার যে ঘটনা ঘটেছে, সেই নারী নির্যাতনের প্রতিবাদে আমরা পথে নেমেছি। দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে এবং দোষীদের যারা মদত দিচ্ছে, তাদেরও গ্রেফতার করতে হবে।’’ অন্যদিকে ঘোটা ঘটনার সমালোচনা করেছেন, বিজেপি’র রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার। -প্রতীকী চিত্র
আরও পড়ুন : Mohammad Shami : বুমরার বোলিং সম্পর্কে শামীর মন্তব্য
