



সাশ্রয় নিউজ ★ কলকাতা : ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবকে (দীপক অধিকারী) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নোটিশ। এই মাসের ২১ তারিখ (২১ ফেব্রুয়ারি) তাঁকে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ? বিশেষ সূত্রে খবর, আর্থিক তছরুপ মামলাতে ঘাটালের সাংসদকে এই নোটিশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে ইনকামট্যাক্স ডিপার্টমেন্ট নোটিশ দিয়েছে পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বেশ ক’য়েকদিন ধরেই অভিনেতা- সাংসদ দেব-এর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। তিনি ক’য়েকটি পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই সেই জল্পনা ঘণ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে নিয়ে চর্চা করেন নিন্দুকেরা। প্রশ্ন ওঠে, এবার নির্বাচনে লড়বেন দেব? তবে সেই জল্পনা জল দেন স্বয়ং অভিনেতা-সাংসদ দীপক অধিকারী বা দেবই। ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে টানা প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। দেব ক্যামাক স্ট্রিট থেকে চলে যান কালিঘাটে। জানিয়ে দেন, রাজনীতিতে তিনি থাকছেন। সেই দীপক অধিকারী ওরফে দেবকে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি নোটিশ পাঠাল। ২১ ফেব্রুয়ারি দিল্লির ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য উল্লেখ। ওই দিন হাজিরা দেবেন ঘাটালের সাংসদ দেব? এখনও পর্যন্ত এবিষয়ে তাঁর কোনও ব্যক্তিগত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। -ফাইল চিত্র
আরও খবর : Sandeshkhali Incident : সন্দেশখালি ইস্যুতে বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষ-এর
