



ডেঙ্গীতে মৃত্যু উত্তর চব্বিশ পরগণার বাসিন্দার
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ডেঙ্গীতে (Dengue Death) প্রাণ হারালেন আরও একজন। গতকাল উত্তর চব্বিশ পরগণা জেলার শাসনের বাসিন্দা ভরত দাস (৫৪) -এর মৃত্যু হয়। তাঁর ডেথ সার্টিফিকেটে উল্লেখ, ডেঙ্গী শক সিনড্রোম। গত রবিবার তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital) ভর্তি করা হয়। সোমবার মৃত্যু হয় ভরত দাস নামে ওই ডেঙ্গী (Dengue) আক্রান্তের। উল্লেখ্য যে, ৮৭,৫৮৫ জন মোট ডেঙ্গী আক্রান্ত। এই মরশুমে গতকাল পর্যন্ত ডেঙ্গীতে প্রাণ হারান ৭১ জন।
ছবি : প্রতীকী
