



মুক্তির পর থেকেই বাংলা সিনেমায় রাজত্ব দশম অবতার-এর
সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : দশম অবতার (Dawshom Awbotar) ছবিটি মুক্তির পর থেকেই বাঙলা সিনেমার দর্শকরা হলমুখী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বানের এই ছবিটি এই অব্দি বাংলা ছবির ব্যববাসার নিরিখেও এগিয়ে। এখন অব্দি ছবিটি ছবিটি থেকে উঠে এসেছে ৫.৫ কোটি টাকা বলে উল্লেখ।

সদ্য এবারের মত দুর্গা পুজো মিটেছে। পুজোয় বাংলায় চারটি ছবি নিয়ে আলোচনা করছেন সিনেমা আলোচকরা। এবার পুজোয় মুক্তিপায় দেব-এর ‘বাঘাযতীন’, অনির্বাণ ও প্রসেনজিৎ-এর ‘দশম অবতার’, কোয়েল-এর ‘জঙ্গলে মিতিন মাসি’ ও শিবপ্রসাদ ও নন্দিতা-এর ‘রক্তবীজ’।
সূত্র অনুযায়ী খবর, ৩০ অক্টোবর সন্ধে সাড়ে ছ’টার শো পর্যন্ত হাউসফুল চলে ছবিটি।
ছবি : সংগৃহীত
