Sasraya News

Wednesday, April 23, 2025

Cultural Programme : বর্ণময় দাগ রাখল চান্দ্রমাস

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : সম্প্রতি চান্দ্রমাস-এর অনুষ্ঠান হয়ে গেল। চান্দ্রমাস আসলে লেখক ও সংস্কৃতিপ্রেমীদের আবেগ। সেই আবেগের আবেশ মিলল পত্রিকাটির বর্ণাঢ্য অনুষ্ঠানে।

বাংলা সাহিত্য কেন্দ্র করে কবি গৌরশংকর বন্দ্যোপাধ্যায় চান্দ্রমাস সম্পাদনা করেন। সময়ের স্রোতে কখনও পত্রিকা প্রকাশের গতি মন্থর হয়েছে ঠিক-ই। যেমন সমুদ্রের জোয়ার ভাটা! তবে চান্দ্রমাস-এ জোয়ারের জল আসলেই কল্লোলধ্বনি তরঙ্গায়িত হয়ে যায়। পত্রিকাটিকে অত্যন্ত সোহাগের সঙ্গে লালন করেন এই সময়ের উল্লেখযোগ্য কবি ও সম্পাদক গৌরশংকর বন্দ্যোপাধ্যায়। একাধিক পত্রিকা সম্পাদনা ও পুস্তকের প্রণেতা হলেও নিজের পত্রিকাটিকেই তিনি আজীবন আঁকড়ে থেকেছেন ও আছেন। আর পত্রিকাকে বেষ্টন করে রেখেছেন সমস্ত স্তরের লেখক-কবি-সাহিত্যিকরা।

সম্প্রতি বারুইপুর তিতলি গার্ডেন্সে এই পত্রিকার একটি লেখক সমাবেশ হয়ে গেল। আদ্যন্ত কাব্যিক ও সাংস্কৃতিক পরিবেশ। অনুষ্ঠানটিতে কবিতা পাঠ, আলোচনা, সঙ্গীত ও নৃত্য অন্যমাত্রা যোগ করল বৈকি।

ওই দিন উপস্থিত ছিলেন কণা বসু মিশ্র, নমিতা চৌধুরী, রথীন কর, উদয়ন ভট্টাচার্য, বিশ্বজিৎ রায়, দুর্গাদাস মিদ্যা, বুদ্ধদেব মুখোপাধ্যায়,শকুন্তলা সান্যাল, শঙ্কর ঘোষ, স্মৃতি দাস, রঞ্জনা রায়, সুখময় দাস, সুশীল মণ্ডল, গৌতম সরকার। এছাড়াও সুস্মেলী দত্ত, সুনন্দ অধিকারী, রঞ্জন গোলদার, দিশা চট্টোপাধ্যায় প্রমুখ।

আরও পড়ুন : Sasraya News, Eid Special, April 7, 2024।। সাশ্র‍য় নিউজ, ঈদ স্পেশাল।। ৭ এপ্রিল, ২০২৪

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment