



সাশ্রয় নিউজ ★ থানে : আপহরণের (Kidnapeped) পরে খুন ৯ বছরের শিশুকে। এমনি ভয়ঙ্কর ঘটনা মহারাষ্ট্রের থানের গ্রাম গুরুগাঁওয়ের। সূত্রের খবর যে, দুষ্কৃতীরা শিশুটিকে অপহরণ করে ২৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। তারপরেও তাঁকে হত্যা করা হয় বলে সূত্রে উল্লেখ।
একজন শিশুটিকে প্রথমে অপহরণ করে। অপহরণকারী পেশায় একজন দর্জি। নাম সলমন মালুভি। মসজিদ থেকে ফেরার পথেই শিশুটিকে ওই দুষ্কৃতী অপহরণ করে বলে সংবাদ সূত্রে উল্লেখ। এবং তারপরেই ওই শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ বাবদ ২৩ লক্ষ টাকা দাবি করে সলমন। সংবাদ সূত্রে এ-ও দাবি করা হয়, ওই ব্যক্তি বাড়ি করার জন্য মুক্তিপণের অর্থ দাবি করেন বলে চাঞ্চল্যকর খবর সামনে আসে।
উল্লেখ্য যে, শিশুটি বাড়ি না ফেরায় লোকাল থানায় অভিযোগ দায়ের করেন তাঁর বাবা মুদ্দাসির। থানায় তিনি অপহরণের অভিযোগ জানান। সোমবার গ্রামবাসী ও পুলিশের চেষ্টায় সলমন মালুভির বাড়ির পেছন থেকে শিশুটির বস্তাবন্দী দেহ উদ্ধার হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। থানের এসপি ডক্টর ডিএস স্বামী সংবাদ মাধ্যমে বলেন, “অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়েছিল। আসামি আমাদের হেফাজতে রয়েছে। কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।” ছবি : প্রতীকী
আরও পড়ুন : Weather Report : বাড়বে তাপমাত্রা, সম্ভবনা বৃষ্টির
