



সাশ্রয় নিউজ ★ কলকাতা : আসন্ন লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে লড়বেন মহম্মদ সেলিম। শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করে এদিন চারটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন বিমান বসু। এর মধ্যে উল্লেখযোগ্য যে, বাম চেয়ারম্যান জানান, এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র সিপিআই(এম) (CPIM) থেকে বাম-কংগ্রেস জোট প্রার্থী মহম্মদ সেলিম। এছাড়াও রানাঘাট লোকসভা কেন্দ্রে বাম প্রার্থী অলোকেশ দাস, বোলপুর লোকসভা কেন্দ্রে শ্যামলী প্রধান, বর্ধমান দুর্গাপুরে ড. সুকৃতি ঘোষাল। বিমান বসু সাংবাদিক বৈঠকে জানান, ISF -এর সঙ্গে কোনও বোঝাপড়া এখনও হয়নি। ওরা যদি আন্তরিক থাকে আলোচনা করার জন্য তখন সকলকে জানাব। উল্লেখ্য, ডায়মন্ড হারবার আসনে আইএসএফ-এর লড়ার জল্পনা তৈরি হয়েছে বলে সূত্রের খবর। এবং আসন সমঝোতা নিয়ে বাম-আইএসএফ-এর কথাবার্তা এখনও এখনও বলেই সূত্র জানাচ্ছে। উল্লেখ্য যে, মুর্শিদাবাদ কেন্দ্রে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসও প্রার্থী ঘোষণা করেছে। ওই আসনে প্রার্থী তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ আবু তাহের খান। একই আসনে প্রার্থী দিয়েছে বিজেপিও। আসনটিতে মূলত ত্রিমুখী লড়াইয়ের মুখোমুখি হতে হবে বাম, তৃণমূল, ও বিজেপি প্রার্থীকে। -ফাইল চিত্র
আরও খবর : KKR vs SRH, IPL 2024 : ইডেনে নজর কাড়লেন রমনদীপ
