



পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে সরানোর দাবিতে বেহালায় মিছিল সিপিআইএম-এর
সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-এর নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমে পথে নামল সিপিআই (এম)। দুর্নীতির দায়ে জেল-হাজতে রয়েছেন বেহালা কেন্দ্রের এমএলএ পার্থ চট্টোপাধ্যায়। সিপিআই(এম) নেতৃত্বের দাবি, ‘এলাকায় জনগণের প্রতিনিধির অনুপস্থিতি, এবং দুর্নীতির দায়ে জেলবন্দী জনপ্রতিনিধি। এটা মানা যায় না। এই কেন্দ্র থেকে অবিলম্বে তাঁকে বিধায়ক পদ থেকে সরানো হোক।’ তাঁর গ্রেফতারির পর ইতিমধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দলীয় সমস্ত পদ পথ থেকে তৃণমূল কংগ্রেস সরিয়ে দিয়েছে। এখন কেবলমাত্র এমএলএ পদটিই রয়েছে পার্থ বাবুর। মিছিলে উপস্থিত সিপিআই (এম) নেতৃত্ব বলেন, এলাকার বিধানসভার জনপ্রতিনিধি, যাঁকে মানুষ বিশ্বাস করে ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছিলেন। তিনি এলাকার মানুষের সঙ্গে ও রাজ্যের মানুষের বিশ্বাস রাখেননি।’
