



সাশ্রয় নিউজ ★ কলকাতা : লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেস (Congress) প্রার্থী তালিকা ঘোষণা করবে আগামী দু’দিনের ভেতর। এমনটিই জানা যায় সুত্রে। সূত্র মারফৎ এ-ও খবর যে, রাজ্যে অন্তত ১২-১৪ টি আসনে প্রার্থী দেবে কেন্দ্রের প্রধান বিরোধী দল। বহরমপুর আসন থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীর প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও রাজ্যের সম্ভব্য যে কেন্দ্রগুলিতে কংগ্রেস প্রার্থী দিতে পারে সেগুলি হল- কলকাতা উত্তর, পুরুলিয়া, উত্তর মালদহ, দার্জিলিং, রায়গঞ্জ, বীরভূম প্রভৃতি। প্রথম দফায় কংগ্রেস দেশে এখনও পর্যন্ত ৩৯ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে বাংলার কোনও প্রার্থীর নাম নেই সেই তালিকায়। অন্যদিকে, ‘ইণ্ডিয়া’ জোটে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট হয়নি। প্রদেশ কংগ্রেস বামেদের সঙ্গেই রাজ্যে জোটে যাচ্ছে। বামেরা প্রথম পর্বে এখনও পর্যন্ত ১৬ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ব্রিগেড সভা থেকে রাজ্যের ৪২টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে।
আরও পড়ুন : Naushad Siddiqui : অবৈধ নির্মাণের সঙ্গে যুক্তদের গ্রেফতারের দাবি করলেন নওশাদ সিদ্দিকী
