



স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সাশ্রয় নিউজ ★ কলকাতা : স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বিদেশে থাকাকালীন রাজ্যের দায়িত্ব থাকবে স্বরাষ্ট্র সচিবের হাতে, নবান্নে সাংবাদিক সম্মেলনে এমনি জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তাঁর বিদেশ সফর সম্পর্কে যা বলেন, ‘মঙ্গলবার ভোরে আমরা রওনা দেব। সেদিন আমাদের দুবাইতে থাকতে হবে। কারণ সেখান থেকে স্পেনে যাওয়ার মতো কোনও বিমান নেই। বুধবার মাদ্রিদ পৌঁছনোর কথা। বেশ কিছু শিল্প সম্মেলন আছে। মাদ্রিদে তিন দিন থাকব। তারপর সেখান থেকে ট্রেনে করে বার্সেলোনা যাব। সেখানে দু-তিন দিনের বেশ কিছু অনুষ্ঠান আছে। প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা হবে। সেখান থেকে আমরা দুবাইতে ফিরে আসব। দুবাইতেও শিল্প সম্মেলন আছে। দেড় দিন দুবাইতে থেকে ২৩ সেপ্টেম্বর আমরা এখানে ফিরে আসব।’

এদিন রাজ্যপেলের মুখবন্ধ চিঠির প্রসঙ্গ নিয়ে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যপালের চিঠি পেয়েছি, কিন্তু প্রকাশ্যে আনব না। রাজ্যপালের চিঠি একান্তই ব্যক্তিগত। আমি বাইরে যাচ্ছি তাই উনি শুভকামনা জানিয়ে চিঠি পাঠিয়েছেন। আর কিছু নয়। এর সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই। ব্যক্তিগত চিঠি আমি প্রকাশ্যে আনতে পারি না।’ উল্লেখ্য, রাজ্যপালের দেওয়া চিঠি প্রসঙ্গে বিগত ক’য়েক দিন রাজ্যের রাজনৈতিক মহলে জল্পনা তৈতি হয়। সোমবার মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে সেই জল্পনার অবসান হবে কী? প্রশ্ন রাজনৈতিক কূটনীতিকদের। উল্লেখ্য, তাঁর বিদেশ সফরের আগে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা সবাই ভাল থাকবেন। সবাইকে দেখে রাখবেন। আমি ও মুখ্যসচিব যাচ্ছি এই সফরে।’
