



রাষ্ট্রপতির আমন্ত্রণে জি ২০ নৈশভোজে মমতা, অধীরের তোপ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : জি ২০ সম্মেলন উপলক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নৈশভোজে নৈশভোজে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর তোপ, ‘একদিন আগে কেন দিল্লি গেলেন বাংলার মুখ্যমন্ত্রী?’ অধীর বাবু দাবী করেন, ‘যোগী আদিত্যনাথ ও অমিত শাহ-এর সঙ্গে এক টেবিলে ডিনার করেছেন মমতা।’ রাজনৈতিক কূটনীতিক মহলের দাবী, প্রকারন্তরে লোকসভার বিরোধী দল নেতার ইঙ্গিত, তৃণমূল ও বিজেপির সঙ্গে যে গোপন আতাতের কথা বিরোধীরা সবসময় তোলেন, তা এবার হয়ত স্পষ্ট। উল্লেখ্য, রাষ্ট্রপতির আমন্ত্রণে ওই নৈশভোজে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আমন্ত্রিত ছিলেন বলে উল্লেখ।
