Sasraya News

Christiano Ronaldo | ২০২৬ বিশ্বকাপে দেখা মিলতে পারে সিআর৭-এর, আল নাসেরে চুক্তি বাড়িয়ে জল্পনায় ইতি টানলেন রোনাল্ডো

Listen

নবারুণ দাস ★ সাশ্রয় নিউজ : ফুটবল বিশ্বে যেন স্বস্তির নিঃশ্বাস। প্রিয় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) যে এখনও মাঠ ছাড়ছেন না, তা কার্যত নিশ্চিত করলেন নিজেই। সৌদি আরবের ক্লাব আল নাসের (Al Nassr)-এর সঙ্গে আরও দু’বছরের চুক্তিতে সই করে বুঝিয়ে দিলেন, ফুটবল জীবনের শেষ অধ্যায় এখনও বাকি। অর্থাৎ ২০২৬ সালের বিশ্বকাপেও রোনাল্ডোকে পর্তুগালের জার্সিতে দেখা যেতে পারে, এমন সম্ভাবনা আরও জোরদার হল। চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা ছিল রোনাল্ডোর আগের চুক্তি। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার নতুন করে আরও দু’বছরের জন্য চুক্তিতে সই করেন তিনি। ফলে ২০২৭ সাল পর্যন্ত আল নাসেরের জার্সিতেই তাঁকে দেখা যাবে, তখন তাঁর বয়স হবে ৪২। বিশ্ব ফুটবলের বহু বিশেষজ্ঞ যেখানে এমন বয়সে অবসরের পূর্বাভাস দিচ্ছিলেন, সেখানে রোনাল্ডোর এই সিদ্ধান্ত যেন সব জল্পনার দাঁড়ি টানল। সৌদি ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে একাধিকবার সরব হয়েছেন রোনাল্ডো। সম্প্রতি সৌদি ফুটবল প্রফেশনালস অ্যাসোসিয়েশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছিলেন, “আমি এখানে খুশি। আমি এখানেই থাকতে চাই এবং থাকবও। আমার বিশ্বাস, আগামী পাঁচ বছরে যদি আমরা আমাদের পরিকল্পনা মতো এগোতে পারি, তাহলে সৌদি লিগ (Saudi Pro League) বিশ্বের সেরা পাঁচটি লিগের মধ্যে একটি হয়ে উঠবে।” তিনি আরও বলেন, “সেরাটা পেতে হলে ধৈর্য, ধারাবাহিকতা আর অধ্যবসায়ের প্রয়োজন হয়। গত ক’য়েক মাসে আল নাসের অনেকটাই উন্নতি করেছে, শুধু আমাদের নয়, গোটা লিগেই সেটা লক্ষ্যণীয়।” এই মন্তব্যেই অনেকটা ইঙ্গিত মিলেছিল যে রোনাল্ডো তাঁর ক্লাব কেরিয়ার এখানেই চালিয়ে যেতে চান। সেই সিদ্ধান্ত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাস্তব রূপ পেল। চুক্তি স্বাক্ষরের পর আল নাসের কর্তৃপক্ষ রীতিমতো সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে এই খবর জানানোর পর রীতিমতো উচ্ছ্বসিত তাঁর ভক্তরা।এই মুহূর্তে জাতীয় দলেও বেশ সক্রিয় রোনাল্ডো। সম্প্রতি দ্বিতীয়বারের মতো নেশন্স লিগ (UEFA Nations League) জিতে নিয়েছে পর্তুগাল, যেখানে সেমিফাইনাল ও ফাইনালে গুরুত্বপূর্ণ গোল করেছেন সিআর৭। নতুন কোচ রবার্তো মার্তিনেস (Roberto Martinez) রোনাল্ডোর উপর ভরসা রেখেছেন, এবং তিনি স্পষ্ট করে দিয়েছেন, “এই দলে রোনাল্ডোর জায়গা অটুট। মাঠে ও ড্রেসিংরুমে তাঁর উপস্থিতি তরুণ খেলোয়াড়দের মধ্যে আলাদা আত্মবিশ্বাস জোগায়।”

পর্তুগালের বর্তমান দলে রয়েছেন একাধিক উদীয়মান তারকা জোয়াও ফেলিক্স (Joao Felix), ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandes), বের্নার্দো সিলভা (Bernardo Silva)-দের মতন দক্ষ খেলোয়াড়। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এখনও একুশ শতকের অন্যতম সেরা ফুটবলারটি বিশ্বমঞ্চে নিজের জাত চেনাতে প্রস্তুত। রোনাল্ডোর এই নতুন চুক্তির অর্থ শুধু ক্লাব কেরিয়ারের বিস্তার নয় ও জাতীয় দলের হয়ে ভবিষ্যৎ লড়াইয়ের প্রস্তুতিও বটে। ২০২৬ সালের বিশ্বকাপ হবে উত্তর আমেরিকার তিনটি দেশে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। দীর্ঘ কেরিয়ারে পাঁচটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন রোনাল্ডো। আর একবার বিশ্বকাপ খেলার সুযোগ পেলে তা হবে তাঁর ষষ্ঠবার। এ রকম নজির গড়েছেন হাতে গোনা ক’য়েকজন ফুটবলার। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা ইতিমধ্যেই তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভেসে এসেছে ভক্তদের মন্তব্য, “রোনাল্ডো কখনও থামে না!”, “২০২৬ বিশ্বকাপে কিং ফিরবেন”, “চ্যাম্পিয়নদের কোনও বয়স হয় না।”

রোনাল্ডোর দীর্ঘ কেরিয়ার, অভিজ্ঞতা ও লিগে তাঁর ইতিবাচক প্রভাব সৌদি ফুটবলের ভবিষ্যৎ দিকনির্দেশ ঠিক করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তা বলাই যায়। ফুটবলবিশ্বের কাছে এটি শুধু এক তারকার খেলা চালিয়ে যাওয়ার খবর নয়, এটি একজন জীবন্ত কিংবদন্তীর ফুটবল প্রেম আরও ক’য়েক পাতা বাড়িয়ে নেওয়ার ঘোষণা। বিশ্বকাপের মতো মঞ্চে তাঁকে আর একবার দেখা মানে শুধুই নস্টালজিয়া নয়, ইতিহাসের এক পুনর্পাঠ। এখন দেখার, ২০২৬ সালে মাঠে কতটা আলো ছড়াতে পারেন এই ‘চির তরুণ’ তারকা।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Jasprit Bumrah | বুমরাহর বিশ্রামেই কঠিন হয়ে উঠছে ভারতের দ্বিতীয় টেস্টের লড়াই

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read