Sasraya News

Thursday, June 19, 2025

Chief Minister Mamata Banerjee : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর দুঃখ প্রকাশ 

Listen

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর দুঃখ প্রকাশ 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : গুজরাটের সেতু দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি ট্যুইট বার্তায় নিহত ও আহত দের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি তাঁর ট্যুইটে লিখেছেন : ”I am deeply concerned about the tragic bridge collapse in Mobi, Gujarat, that has cost several innocent lives and left many trapped. 

    My deep condolences to families and friends of the deceased. I pray that the injoured have a speedy recovery.” 

রবিবার পৌঁনে সাতটা নাগাদ ব্রিটিশ প্রিয়ডের ওই সেতুতে ৪০০-৫০০ জন মানুষ ছটপুজো উপলক্ষ্যে সমবেত হয়েছিলেন বলে খবর। হঠাৎই ওই কেবল সেতুটি ভেঙে পড়লে মুহূর্তে স্তম্ভিত উৎসব-মুখর মানুষরা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। মচ্ছি নদীতে উদ্ধার কাজ করছেন উদ্ধারকারীরা। সংবাদসূত্রে এখনও পর্যন্ত ১৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment