Sasraya News

Wednesday, April 23, 2025

Central force : নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কেন্দ্রের কাছে

Listen

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) চায় নির্বাচন কমিশন। সেই মতো দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি দিল কমিশন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে খুশি বিজেপি। তবে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এ বিষয়ে জানান, “এটি প্রশাসনিক বিষয়। এখনই এটা নিয়ে বলার মতো  সময় আসেনি। যখন বলার হবে তৃণমূল তার প্রতিক্রিয়া জানাবে। কংগ্রেস ও বামেরা দাবি জানান, শুধু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নয়, বাহিনী যাতে সক্রিয় থাকে তা-ও নিশ্চিত করতে কমিশনকে। গত লোকসভা নির্বাচনে ৭৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল রাজ্যে। তবে এবার সেই তুলনায় কিছুটা বেশি বাহিনী মোতায়েন করতে চায় নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গের পরেই কেন্দ্রের কাছে জম্মু ও কাশ্মীরের জন্য ৬৩৫ কোম্পানি বাহিনীর চেয়েছে কমিশন। উত্তর প্রদেশ ২৫২ কোম্পানি, সিকিম ও অরুণাচল প্রদেশের জন্য ৭৫ ও ১৭ কোম্পানি, ২৫০ কোম্পানি ওড়িশার জন্য সুষ্ঠুভাবে নির্বাচন করতে লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছে বলে উল্লেখ।

-প্রতীকী ছবি 

আরও পড়ুন : Dev : দেবকে ইডি নোটিশ দেওয়ার পরে সাংবাদিক বৈঠক কুণালের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment