Sasraya News

Calcutta High Court : কৌস্তুভ বাগচি মামলায় ক্ষোভ বিচারপতির

Listen

কৌস্তুভ বাগচি মামলায় ক্ষোভ বিচারপতির

সাশ্রয় নিউজ ★ কলকাতা : কৌস্তুভ বাগচি মামলায় ক্ষোভ বিচারপতির। কলকাতা হাইকোর্ট-এ আজ ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি রাজশেখর মান্থা। পুলিশ কমিশনার কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তুভ বাগচি-এর বাড়িতে পুলিশী অভিযানকে যুক্তিগ্রাহ্য বলে আখ্যা দেন। পুলিশ কমিশনারের বক্তব্যে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি মান্থা। ক্ষোভ প্রকাশ করে বিচারপতি জানান, ‘কমিশনারের রিপোর্ট গ্রহণযোগ্য নয়’।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read