Sasraya News

Thursday, February 13, 2025

Buddhadeb Bhattacharya Death : ‘দৃঢ় প্রতিজ্ঞভাবে রাজ্যের সেবা করেছেন’ : শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-এর (Buddhadeb Bhattacharya) প্রয়াণে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee ) সোশ্যাল হ্যাণ্ডেল এক্স-এ মুখ্যমন্ত্রী লেখেন, ‘বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবরে শোকাহত। বঙ্গ রাজনীতির মহীরুহ। দৃঢ় প্রতিজ্ঞভাবে রাজ্যের সেবা করেছেন। তাঁর পরিবার ও সমর্থকের প্রতি আমার সমবেদনা রইল।” প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে রাজ্যে পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। তাঁকে গান স্যালুট দেওয়া হবে বলে উল্লেখ। মুখ্যমন্ত্রী শোকবার্তায় লেখেন, ‘এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ মুখ্যমন্ত্রীর শোকপ্রস্তাবে আরও উল্লেখ, ‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি ক’য়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দুঃখিত বোধ করছি।’ উল্লেখ্য, আগামীকাল সর্বসাধারণের জন্য আলিমুদ্দীন স্ট্রীটের মুজাফফর আহমদ ভবন-এ শায়িত থাকবে বর্ষীয়ান সিপিআই(এম) নেতার মরদেহ।

-ফাইল চিত্র 

আরও খবর : Buddhadeb Bhatacharjee : ‘বু্দ্ধবাবু বলতেন, হ্যাঁ রে, ছেলেটা ঘুমোয় না সারা দিন রাত চষে বেড়ায়’ : প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায়

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment