Sasraya News

Saturday, February 15, 2025

Buddhadeb Bhatacharjee : বুদ্ধদেব ভট্টাচার্য-এর শেষযাত্রায় মানুষের ঢল রাজপথে

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : শেষ যাত্রায় নামল মানুষের ঢল। বুদ্ধদেব ভট্টাচার্য -এর (Buddhadeb Bhattacharjee) নিথর দেহ সামনে নিয়ে পথ হাঁটলেন অগণিত মানুষ।

 

আলিমুদ্দীন স্ট্রিট-এ শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সিপিআই (এম) পার্টি নেতৃত্ব

 

শেষ যাত্রায় পা মেলালেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম)-এর পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত, মানিক সরকার, নীলোৎপল বসু, এম এ বেবি, বৃন্দা কারাত, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম প্রমুখ পার্টি নেতৃত্ব।

 

বুদ্ধাজায়ার শেষ শ্রদ্ধা জীবনসঙ্গীকে

 

শেষযাত্রায় পা মেলালেন শ্রীমতী মীরা ভট্টাচার্য, সন্তান সুচেতন ভট্টাচার্যও। সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যরারা ও অগুনতি পার্টি দরদী নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পর্যন্ত প্রয়াত জননেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-এর নিথর দেহ সামনে নিয়ে পথ হাঁটলেন।

 

সহযোদ্ধাকে সামনে নিয়ে সিপিআই (এম)-এর কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব

 

প্রয়াত জননেতার অঙ্গীকার মতই নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দান করা হয় তাঁর দেহ। অগুনতি মানুষের ভালবাসা সঙ্গে নিয়ে শেষ বিদায় নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। একই সঙ্গে শেষ হল একটি অধ্যায়। 

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Buddhadeb Bhatacharjee : আবেগঘন বিধানসভা চত্বর, আলিমুদ্দীনে বাঁধভাঙা ভিড় কর্মীসমর্থকদের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment