



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : শেষ যাত্রায় নামল মানুষের ঢল। বুদ্ধদেব ভট্টাচার্য -এর (Buddhadeb Bhattacharjee) নিথর দেহ সামনে নিয়ে পথ হাঁটলেন অগণিত মানুষ।

শেষ যাত্রায় পা মেলালেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম)-এর পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত, মানিক সরকার, নীলোৎপল বসু, এম এ বেবি, বৃন্দা কারাত, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম প্রমুখ পার্টি নেতৃত্ব।

শেষযাত্রায় পা মেলালেন শ্রীমতী মীরা ভট্টাচার্য, সন্তান সুচেতন ভট্টাচার্যও। সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যরারা ও অগুনতি পার্টি দরদী নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পর্যন্ত প্রয়াত জননেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-এর নিথর দেহ সামনে নিয়ে পথ হাঁটলেন।

প্রয়াত জননেতার অঙ্গীকার মতই নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দান করা হয় তাঁর দেহ। অগুনতি মানুষের ভালবাসা সঙ্গে নিয়ে শেষ বিদায় নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। একই সঙ্গে শেষ হল একটি অধ্যায়।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Buddhadeb Bhatacharjee : আবেগঘন বিধানসভা চত্বর, আলিমুদ্দীনে বাঁধভাঙা ভিড় কর্মীসমর্থকদের
