



দীপ্তি চক্রবর্তী
এ বিদায় বিদায় নয়
এ বিদায় বিদায় নয়
ফিরে আসার বার্তা
শ্রাবণের মেঘের আড়ালে সূর্য আজ উঁকি দিচ্ছে
একবার আপনাকে ছোঁয়ার জন্য
বৃষ্টির আজ ছুটি
আফসোস করে তারা
একবার ধুইয়ে দেবে আপনার চরণ
পাম এ্যাভিনিউ
পাখিদের কলরবে আজ মুখর
আকাশ জুড়ে মেঘের বুকে
শান্ত আলোর উজ্জ্বল দীপ্তি
ঝরা পাতাদের নিরবতা
মন্ত্রী হিসাবে নয় পূর্ণ মন্ত্রী হিসাবে নয়
এই সব লুটে নাও সময়ে
সাদা ধুতি সাদা পাঞ্জাবি
সাদা মনের মানুষ হিসেবে
অন্তরের বিনম্র শ্রদ্ধা।
লাল সেলাম।
এক নজরে 👉 সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ। এছাড়াও রবিবারের সাহিত্য স্পেশাল-এর জন্য উপন্যাস, কবিতা (একধিক কবিতা পাঠালে ভালো হয়। সঙ্গে একটি লেখক পরিচিতি। গল্প, প্রবন্ধ, গদ্য, পুস্তক আলোচনা (আলোচনার জন্য দুই কপি বই পাঠাতে হবে), ভ্রমণ কাহিনী। লেখার সঙ্গে সম্পূর্ণ ঠিকানা ও যোগাযোগ নম্বর থাকতে হবে। অবশ্যই কোনও প্রিন্ট বা ডিজিটাল মাধ্যমে এমনকী কোনও সোশ্যাল মিডিয়াতে বা পোর্টালে পূর্ব প্রকাশিত লেখা পাঠাবেন না। ই-মেল করে লেখা পাঠান। ই-মেল আই ডি : editor.sasrayanews@gmail.com
