



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বুদ্ধদেব ভট্টাচার্য-এর (Buddhadeb Bhattacharjee) দেহ রাখা ছিল পিস ওয়ার্ল্ডে। সেখান থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হয় বিধানসভা চত্বরে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ সেখানে পৌঁছাতেই আবেগঘন হয়ে ওঠে বিধানসভা চত্বর। এই বিধানসভাতেই দীর্ঘদিন মুখ্যমন্ত্রী হয়ে উপস্থিত থেকেছেন এই কমিউনিস্ট নেতা। যেখানে জ্যোতি বসু, সোমনাথ চট্টোপাধ্যায় প্রমুখ নেতাদের মরদেহ যেখানে রাখা হয়েছিল, সেখানেই রাখা ছিল বুদ্ধদেব ভট্টাচার্য-এর দেহ। বিধানসভাতে শেষ শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী সহ দল মত নির্বিশেষে বিধায়করা। বুদ্ধজায়া মীরা দেবী শেষযাত্রাতেও ছায়ার মতই তাঁর সঙ্গী। ছিলেন বিধানসভাতেও। কান্নায় ভেঙে পড়েন দলের কর্মী-সমর্থকেরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী’র সঙ্গে কথা বলেন। তাঁকে কথা বলতে দেখা যায়, সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী-এর সঙ্গেও। এরপরই প্রয়াত বর্ষীয়ান বাম নেতার দেহ নিয়ে আসা হয় সিপিআই(এম) -এর রাজ্য সদর দফতর আলিমুদ্দীন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনে। সেখানেই শায়িত বুদ্ধদেব ভট্টাচার্য-এর দেহ। শেষ শ্রদ্ধা জানাচ্ছেন পার্টি নেতা কর্মীরা। বাঁধভাঙা মানুষের ভিড়। কান্নায় ভেঙে পড়ছেন কেউ কেউ। কেউ শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন লাইনে প্রিয় নেতাকে শেষবারের মত সামনে থেকে দেখে লাল সেলাম জানানোর জন্য। লাইন ছাড়িয়ে গিয়েছে আচার্য জগদীশ চন্দ্র বোস রোড। এখান থেকে প্রয়াত নেতার দেহ নিয়া যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। ১৫ মিনিট সেখানে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ রাখা হবে। তারপরই শোক যাত্রা করে বুদ্ধদেব ভট্টাচার্য-এর দেহ নিয়ে যাওয়া হবে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে। বিকেল চারটেয় দেহদান প্রক্রিয়া।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Buddhadeb Bhatacharjee : একটি বর্ণময় জীবনের পরিসমাপ্তি
