



সাশ্রয় নিউজ ★ কাঠমান্ডু : ধর্ষণের অভিযোগে ধর্মগুরু ‘বুদ্ধবয়’-কে (Buddha Boy) গ্রেফতার করল নেপাল পুলিশ। তাঁকে পুলিশ কাঠমান্ডু থেকে গ্রেফতার করেছে গত মঙ্গলবার। বেশ ক’য়েক বছর থেকে পলাতক ছিলেন তিনি। তাঁর আসল নাম বাহাদুর বমজান (৩৩)। সকলের কাছে তিনি ‘বুদ্ধ বয়’ (Buddha Boy) নামে পরিচিত। উল্লেখ্য, সারলাহি আশ্রমে একজন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। নেপাল পুলিশ তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ২০১৮ সালেও তাঁর আশ্রমের এক সন্নাসিনীও তাঁর নামে ধর্ষণের অভিযোগ নিয়ে আসেন। তাঁর বিরুদ্ধে ২০১০ সাল থেকেই ধর্ষণের একাধিক অভিযোগ ওঠে। শুধু তা-ই না, ওই ‘বুদ্ধবয়’ (Buddha Boy) নামে খ্যাত ওই সন্ন্যাসীর আশ্রম থেকে চারজন মহিলা নিখোঁজ হয়েছিলেন, তাঁদের কোনও খোঁজ মেলেনি বলে উল্লেখ। দেশটির সেন্ট্রল ইনভেস্টিগেসন ব্যুরো (সিআইবি) একটি বিবৃতিতে জানায় যে, “তিনি জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আমাদের টিমের সদস্যরা তাঁকে কাঠমান্ডুর একটি বাড়ি থেকে মঙ্গলবার গ্রেফতার করেছে। ওই বাড়িটিতে তিনি আত্মগোপন করেছিলেন।”
ছবি : সংগৃহীত
আরও খবর : Gangasagar Mela : গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে ২৫০০ অতিরিক্ত বাস
