



কেন আমিশা অনেক প্রয়োজকদের টাকা ফিরিয়ে দিয়েছেন?
সাশ্রয় নিউজ ★ মুম্বাই : ২০০০ সালে ‘কহো না পেয়ার হে’ ছবিটির ভেতর দিয়ে আমিশা প্যাটেল-এর ডেবিউ হয়। তাঁর বিপরীতে ছিলেন হৃতিক রোশন। সেই সময় আমিশা ও হৃতিক অভিনীত ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া জাগিয়েছিল।

পরবর্তীতে সানি দেওয়াল-এর সঙ্গে ‘গদর : এক প্রেম কথা ‘ জুটি বাঁধেন বলিউড অভিনেত্রী। ওই ছবিটিও বক্স অফিসে ভালো ব্যবসা করে। কিন্তু এরপরেও মাঝে একাধিক ছবিতে আমিশা অভিনয় করেন।

কিন্তু তাঁর ভাগ্য তখনও সুপ্রসন্ন ছিল না। পর পর বহু ছবি ফ্লপ করে। তারপর কী হয়? সে প্রসঙ্গে আমিশা বলেন, ‘‘আমার কাছে প্রযোজকরা এসে বলতেন, ছবি বক্স অফিসে চলেনি। আমার এত খারাপ লাগত যে, আমি আমার ভাগের পারিশ্রমিকের টাকা ফেরত দিয়ে দিতাম।’’ সেই সঙ্গে তিনি এও জানান, পরিচালকরা অবশ্য টাকা ফেরত দেওয়ার জন্য তাঁকে প্রেশার করেননি। কিন্তু ২০২৪ গদর-২ ছবিতে আমিশা ও সানি জুটি বাঁধেন। গদর-২ ইতিমধ্যেই ব্যবসায়িক দিক থেকে পাঁচশো কোটির ঘরে ঢুকেছে বলে উল্লেখ। এই ছবি সাফল্যের মুখ দেখতেই আবার বলিপাড়ায় নতুন করে নিয়ে চর্চায় ফিরে আসেন আমিশা।
ছবি : সংগৃহীত
