Sasraya News

Thursday, March 13, 2025

Bollywood : ক্যাটরিনার সঙ্গে দাম্পত্য রসায়ন সম্পর্কে কী জানান ভিকি? 

Listen

ক্যাটরিনার সঙ্গে দাম্পত্য রসায়ন সম্পর্কে কী জানান ভিকি? 

সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ-এর প্রেম বলিপাড়ায় আলোড়ন সৃষ্টি করে। ২০২১ সালে সাত পাকে ঘোরেন ভিকি ও ক্যাটরিনা। তারপর একাধিকবার তাঁদের প্রেমের রসায়ন সংবাদ মাধ্যমে আলোচিত হয়। এই মুহূর্তেও বলিপাড়ার অন্যতম আলোচ্য এই কাপল। সমাজ মাধ্যমে তাঁরা আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন তাঁদের সম্পর্কের জন্য। সকলের প্রশ্ন, ভিকি ও ক্যাটরিনা দু’জন ভিন্ন পারিবারিক পরিমণ্ডলে বড় হয়ে উঠেও কীভাবে এত সহজ ও সুন্দর করে নিয়েছেন তাঁদের দাম্পত্যকে। তবে এটি বিনোদন জগতের সকলের জানা, ক্যাটরিনাকে বিদেশ থেকে এসে বলিউডে জায়গা করে নিতে কসরত যেমন করতে হয়েছে তেমনি ভিকিকেও একটি মধ্যবিত্ত পাঞ্জাবি ফ্যামিলি থেকে উঠে আসতে কম পরিশ্রম করতে হয়নি। ওঁদের চার হাত এক হওয়ার পরে ফ্যামিলি সুখে ডুবে আছেন দু’জন। এমনি স্পষ্ট, ভিকির একটি সাক্ষাৎকারে। ভিকি সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার পরিবারে আমরা দুই ভাই। মা-বাবা অনেক দিন ধরেই নিজের মেয়ের মতো কাউকে খুঁজেছেন। ক্যাটরিনাকে পেয়ে তাই ওকে মাথায় করে তুলে রাখেন তাঁরা।’’ শুধু তা-ই না, ভিকি আরও যা বলেন, ‘‘আমি আজকাল মাকে ফোন করলে মা প্রথমে আমাকে জিজ্ঞাসাই করেন না যে, আমি কেমন আছি। মায়ের প্রথম প্রশ্ন, ক্যাটরিনা কেমন আছে। আসলে পঞ্জাবিদের পরিবারে বৌমা বলে কিছু হয় না। বৌমাকে আমাদের পরিবারে মেয়ের মতোই স্নেহ করা হয়।’’ ভিকির এই বক্তব্যের পর নিশ্চয় এই তারকা দম্পতির একান্ত সুন্দর দাম্পত্য নিয়ে নিন্দুকেরা জল ঘোলা করবেন না, বরং সুখী দাম্পত্যের উদাহরণ হিসেবেই দেখবেন বলে সিনেমা সমালোচকরা মনে করছেন। 

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment