



ভক্তকে ধাক্কা দিলেন ববি, কেন এমন করলেন অভিনেতা!
সাশ্রয় নিউজ ★ মুম্বাই : ববি দেওয়াল (Bobby Deol) সম্প্রতি অ্যানিম্যাল (Animal cinema) ছবির মাধ্যমে সকলের সামনে আসেন। ছবিটি ইতিমধ্যেই বক্স অফিসে সাড়া ফেলেছে। তেমনি ধর্মেন্দ্র (Bollywood Actor Dharmendra) পুত্র ববি দেওয়ালকে (Bobby Deol) এই ছবিটিতে একটি নেগেটিভ চরিত্রে (Negetive Charector) দেখা যায়। তাঁর চরিত্রটি প্রশংসিত হলেও সমালোচনার মুখে পড়ে। সন্দীপ রেড্ডি বঙ্গা (Director Sandip Reddy Banga) পরিচালিত এই ছবিটি ৩ ঘন্টা ২১ মিনিটের। এই ছবিটিতে ববি তাঁর আব্রা নামক চরিত্রে দাগ রাখেন বলে উল্লেখ। অ্যানিম্যাল-এর সাফল্যে উচ্ছ্বসিত সন্দীপ রেড্ডি বঙ্গা-এর টিম। নেটাগরিকদের একাংশ প্রশ্ন তুলেছেন, ছবির সাফল্য কী মাথা ঘুরিয়ে দিল ববির! কেন এমন মন্তব্য! সূত্রের খবর, ববি বিমানবন্দরে একজন সেলফি শিকারী ভক্তকে ধাক্কা দেন বলে উল্লেখ। কেন মেজাজ হারান ববি? তা অবশ্য হানা যায়নি।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Darshana and Sourav Wedding : সৌরভকে বিয়ের আগের মুহূর্তে হঠাৎ কী বললেন দর্শনা!
