



সাশ্রয় নিউজ ★ মুম্বাই : রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) ও অমিতাভ বচ্চন (Amitavh Bachchan) ব্ল্যাক (Black Movie) ছবিটি ঝড় তুলেছিল সিনেপ্রেমীদের ভেতর। দু-দশক পর আবারও সেই ছবিটি শিরোনামে। সিনেমাটি মুক্তির ১৯ বছর পেরিয়ে গিয়েছে সিনেমাটি। ব্ল্যাক-এর পরিচালক সঞ্জয়লীলা বানসালী। মুক্তির দু-দশক পরে সঞ্জয়লীলা বানসালী-এর (Sanjailila Vanshali) পরিচালিত ‘ব্ল্যাক ‘ (Black Movie) ৪ ফেব্রুয়ারি আবার মুক্তি পেল ওটিটিতে। উচ্ছ্বসিত রানি সহ অনেকেই। -সংগৃহীত ছবি
আরও পড়ুন : Lok Sabha Election 2024 : মার্চেই ঘোষণা হতে পারে লোকসভা ভোট : সূত্র
