Sasraya News

Bishnupur Super Specialiy Hospital : বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ওয়ার্ড বয়দের কর্ম বিরতি

Listen

বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ওয়ার্ড বয়দের কর্ম বিরতি

সাশ্রয় নিউজ ★ বিষ্ণুপুর : বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ওই মহকুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ হাসপাতাল হিসেবে মনে করেন এলাকাবাসীরা। তাঁদের কথাতে যুক্তিও আছে, কারণ তামাম বিষ্ণুপুরবাসী ও প্রত্যন্ত গ্রামীণ এলাকার জনসাধারণের সরকারি চিকিৎসার একমাত্র হাসপাতাল ওইটি। ওই হাসপাতালেই কর্মবিরতি শুরু করেছেন ওয়ার্ডবয়রা। কেন? তাঁদের কথায়, প্রত্যেকের মাইনে টাকা থেকে দেড় হাজার টাকা করে কেটে নেওয়া হয়। তারই প্রতিবাদে কর্মবিরতি ওয়ার্ড বয়, নিরাপত্তারক্ষী, সাফাইকর্মীরা। রুগীর পরিবার পরিজনদের বক্তব্য, তাঁদের কর্মবিরতির ফলে হাসপাতাল প্রায় অগোছালো হয়ে উঠেছে। থরে থরে জমে উঠেছে নোংরা-আবর্জনা, নোংরা জল। রুগী ও হাসপাতালে আসা অন্যান্য মানুষজনদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বেসরকারি ঠিকাদার সংস্থা খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশ্বাসবাণী শোনান।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read