



মালদ্বীপে মেয়ের জন্মদিন পালন করলেন বিপাশা
সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : ছুটির মেজাজে বিপাশা বসু (Bipasha Basu) স্বামী করণ সিং গ্রোভার (Karan Singh Grover) ও একমাত্র সন্তানের সঙ্গে মালদ্বীপে (Maldwip) ফুরফুরে মেজাজে। সেখানেই কাটল দীপাবলি। ওই দিনই বলিউড অভিনেত্রীর একমাত্র কন্যার জন্মদিন। দেবীর সঙ্গেই সর্বক্ষণ সময় দিচ্ছেন বিপস। এক বছর পূর্ণ হল দেবীর। এখনই শ্যুটিংয়ে ফিরছেন না বলিউড তারকা (Bollywood Star) বিপশার কথায়, মাতৃত্ব দারুণ উপভোগ করছেন। তেমনি মাতৃত্ব তাঁর জীবন বদলে দিয়েছে অনেকখানি। আর দেবীর প্রায়োরিটি সবচেয়ে বেশি।
ছবি : সংগৃহীত
