



সাশ্রয় নিউজ ★ মুম্বাই : শনিবার মুম্বাইয়ে শেষ হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) রাহুল গান্ধীর নেতৃত্বে মণিপুরের থৌবাল থেকে ১৪ জানুয়ারি শুরু হয় ভারত জোড়ো ন্যায় যাত্রা। তা দীর্ঘ ৬৩ দিন ধরে দেশের একাধিক রাজ্যে পৌঁছয়। জাতীয় কংগ্রেস সূত্রে জানা যায় যে, রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা পৌঁছয় ১৬ টি রাজ্যে, মোট ১১০ টি জেলায়। কংগ্রেস মুখপাত্র এদিন নির্বাচনী বন্ড প্রসঙ্গ তুলে মোদী সরকারকে খোঁচা দেন। তাঁর কথায়, “আজ ৬০০০ একটি বিশেষ সংখ্যায় পরিণত হয়েছে। কারণ নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি তহবিলে ৬,০০০ হাজার কোটি টাকা জমে পড়েছে। তাই এই লোকসভা ভোটে ৬,০০০ কোটি বনাম ৬,০০০ কিলোমিটারের প্রতিদ্বন্দ্বিতা হবে।” প্রসঙ্গত, নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। –ফাইল চিত্র
আরও পড়ুন : West Bengal MLA Minister salary hike : বৃদ্ধি পেল মন্ত্রী ও এমএলএদের বেতন
