Sasraya News

Wednesday, April 23, 2025

Belgharia Firing : ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি বেলঘরিয়ায়

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের (Belgharia Firing)। বেলঘরিয়া রথতলা মোড়ের ঘটনা। শনিবার এক ব্যবসায়ী একটি বিলাসবহুল গাড়িতে ছিলেন বলে উল্লেখ। ওই গাড়ি লক্ষ্য করে আট রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। অজয় মণ্ডল নামে ব্যবসায়ী ভয়ে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পান বলে উল্লেখ। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছয় বেলঘরিয়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর যে, দুষ্কৃতীরা বাইকে করে এসেছিল। ঘটনার তদন্তে বেলঘরিয়া থানার পুলিশ। 

-সংগৃহীত ছবি 

আরও পড়ুন : Kalna : বাইকের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment