Sasraya News

Friday, March 14, 2025

Basanta Utsab 2024 : রাজ্যে উদযাপিত হল রঙের উৎসব

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সারা দেশের সঙ্গে রাজ্য জুড়েও উদযাপিত হল বসন্ত উৎসব ও দোল উৎসব। রঙের এই উৎসবের সঙ্গে দেশ তথা বাঙালি আবেগ জড়িয়ে আছে। শহর থেকে জেলায় জেলায় স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব সহ পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে রঙের উৎসবের আনন্দে মাতলেন মানুষ। এই উৎসবে শরিক হতে বাদ যাননি সেলেব্রিটি থেকে আমজনতা।

রঙে রঙে রঙিন হল কালনা পূর্ব বর্ধমান জেলার উদীচির বসন্ত উৎসব।  উদীচী গুটিগুটি পায়ে দশ বছরে পদার্পণ করেছে। ২৩ মার্চ থেকে তাদের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে নানা সাংস্কৃতিক বাসন্তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ছিল তার শেষ দিন। এবং দোল পূর্ণিমার দিন সকাল ৬ টায় ১০৮ শিব মন্দিরে প্রতি বছরের মতো তারা এ বছরও জমায়েত হয়। এবং তারপর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে তাদের বসন্ত উৎসব শুরু হয়।

রঙের ছোঁয়ায় ভালোবাসায় শুভেচ্ছা ভরে ওঠে বসন্তোৎসব। শোভাযাত্রা শেষ হয় কালনা অম্বিকা হাই স্কুলে। সেখানে গিয়ে তাদের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আবির খেলায় মেতে ওঠে।

এবার উদিচী-র শেষ দিনের বসন্ত উৎসবে বিশেষ আকর্ষণ ছিল কচি কাঁচাদের ঠাকুমা ও ঠাকুরদা সহ শোভাযাত্রায় অংশ নেওয়া। হ্যাঁ, আসলে উদিচী একটা বার্তা দিতে চেয়েছে সমাজের কাছে।

ইদানীং বয়স হয়ে গেলেই পিতা-মাতার স্থান হচ্ছে বৃদ্ধাশ্রমে, তখন তাঁরা কতটা যে কতটা মনের দিক থেকে অসহায় ও তাঁদের জীবন যে কতটা যন্ত্রণাদায়ক! তা তুলে ধরে উদীচি তাদেরকে প্রাপ্য সম্মান দেওয়ার চেষ্টা করে। শুধু তা-ই নয়, তাঁরা বাবা-মায়ের প্রতি সন্তানদের মানবিক হওয়ার বার্তাটা দিতে চেয়েছে।

২৩ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত উসাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল নাচ গান নাটক কবিতা আবৃত্তি। একটা সুন্দর মনোরম বাসন্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান তাঁরা উদিচী সম্পন্ন করেছে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment