Sasraya News

Wednesday, June 18, 2025

Ayan Sheel Arrest : শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীল গ্রেফতার

Listen

শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীল গ্রেফতার

সাশ্র‍য় নিউজ ★ কলকাতা : শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাঁকে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্স-এ নিয়ে আসা হয় বলে উল্লেখ। ইডি বিশেষ সূত্রে খবর, প্রায় ৩৬ ঘন্টা তল্লাশী চলে অয়নের অফিসে। চুঁচুড়ার প্রমোটারের অফিস থেকে ওএমআর শীট, ৬০-৭০ টি পুরসভায় নিয়োগের নথি, অ্যাডমিট কার্ড উদ্ধার করে। দুটি ট্রলি ব্যাগে ইডি কর্তারা তাঁর অফিস থেকে প্রচুর নথি বাজেয়াপ্ত করে নিয়ে যান বলে সূত্রের খবর। উদ্ধার হয় সাতটি হার্ড ডিস্ক ও ডিজিটাল নথিও।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment