Sasraya News

Friday, March 28, 2025

Arvind Kejriwal Arrested By The ED : গ্রেফতার অরবিন্দ কেজরীওয়াল

Listen

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : আফগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল (Arvind Kejriwal Arrested By The ED )। আজই দিল্লির মুখ্যমন্ত্রীর রক্ষাকবচ নাকচ করে দেয় আদালত। সন্ধেবেলা তাঁর বাড়িতে যায় ইডি’র দল। প্রায় দু’ঘন্টার জিজ্ঞাসাবাদের পরে তাঁকে  গ্রেফতার করা হয়। রাত ১১ টা নাগাদ তদন্তকারী  আধিকারিকরা অরবিন্দ কেজরীওয়ালকে তাঁর বাড়ি থেকে বের করে নিয়ে যান। সূত্রের খবর, গ্রেফতারের পরে ইডি’র হেড কোয়ার্টারে নিয়ে যাওয়া হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। জিজ্ঞাসাবাদের সময় কেজরীর বক্তব্যেশে অসংগতি পাওয়ার পরেই তাঁকে গ্রেফতার বলে উল্লেখ। লোকসভা ভোটের আগেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের ঘটনায় ক্ষোভ প্রকাশ আপ নেতা কর্মীদের। ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Shantiniketan Basanta Utsav : শান্তিনিকেতনে এবারও অনিশ্চিত বসন্ত উৎসব

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment