Sasraya News

Wednesday, March 12, 2025

Anant Ambani Radhika Merchant Wedding : অনন্ত ও রাধিকার বিয়ের সঙ্গীতানুষ্ঠানে গাইবেন জাস্টিন বিবার

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : অনন্ত ও রাধিকার বিয়ের দিন যত এগিয়ে আসছে (Anant Ambani Radhika Merchant Wedding) ততই নজর কাড়ছে তাঁদের প্রাক বিবাহ অনুষ্ঠান। এর আগে তাঁদের প্রাক বিবাহ অনুষ্ঠান বসে জামনগরে। সেখানে দেশ-বিদেশের খ্যাতনামা ব্যক্তিত্বদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারপর ইতালির জলপথে প্রাক বিবাহ অনুষ্ঠান বসে। এবার ১২ জুলাই তাঁদের বিবাহ। তাঁদের বিবাহ অনুষ্ঠানের নিমন্ত্রণপত্রটি অনিল জায়া নীতা আম্বানি কাশী বিশ্বনাথ মন্দিরে মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গ করেন বলে সূত্রের খবর।

মুম্বাইয়ে জাস্টিন বিবার। ছবি : সংগৃহীত 

 

এরপরেই নিমন্ত্রণপত্রটি সকলের মাঝে বিতরণ করা হয় বলে জানা যায়। পাশাপাশি সকলের নজর কাড়ে। ৫ জুলাই মুম্বাইয়ে আম্বানিদের বাড়িতে সঙ্গীতানুষ্ঠান। এই অনুষ্ঠানে

আরও খবর : YRF Spy Universe : যশরাজের গুপ্তচর ব্রহ্মাণ্ডের নতুন ছবিতে আলিয়া

গান গাওয়ার কথা পপ তারকা জাস্টিন বিবার। এর আগে জামনগরে এসেছিলেন রিহানা। উল্লেখ্য, এই অনুষ্ঠানে গাইতে নাকি ৮৩ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বিবার। অনিল-নীতা কন্যা ইশার বিয়েতে গেয়েছিলেন বিয়োয়েন্স। তিনি পারিশ্রমিক নিয়েছিলেন ৩৩ কোটি টাকা।

ছবি : সংগৃহীত

আরও পড়ুন : Hrithik Roshan : ‘হৃতিক সারা জীবন আমার ছেলে হয়ে থাকবে’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment