



আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রের রিপোর্ট তলব রাজ্যের কাছে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-এর কাছে বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিঠি দেন মঙ্গলবার। সূত্রের খবর যে, কালুরঘাটের সাংসদ তথা বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-এর চিঠির প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে বিস্তারিত জানতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। হাওড়ার শিবপুরের ঘটনার পর হুগলীর রিষড়ার ঘটনা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। দার্জিলিং সফর থেকে রাজ্যপাল দ্রুত কলকাতা ফিরে আসেন। কলকাতা ফিরেই রাজ্যপাল রিষড়া যান। পরিদর্শন করেন রিষড়া স্টেশন। ‘হিংসা বরদাস্ত করা হবে না’ বলে বার্তাও দেন। তিনি এও বলেন, ‘রাজ্যে রাজনীতির দুর্বৃত্তায়ন চলছে।’ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা থেকে বার্তা দেন, ‘যাঁরা অশান্তি ছড়াচ্ছে, তাঁদের কোনওভাবে রেয়াত করা হবে না।’ পাশাপাশি তিনি শক্ত হাতে পুলিশকে পরিস্থিতির মোকাবিলা করবারও নির্দেশ দেন। উল্লেখ্য, হাওড়া শিবপুরের আঁচ কমতে না কমতেই গতরাতে উত্তপ্ত হয় রিষড়া। সোমবার রাত্রিবেলা দূর্বৃত্তকারীদের বিরুদ্ধে ট্রেনে হামলার অভিযোগ। বন্ধ থাকে ট্রেন চলাচল। ঘটনার পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
