



আমির কন্যার বাগদান
সাশ্রয় নিউজ : আমির খানের ফিটনেস ট্রেনার নূপুর শিখরে। ইরা ও নূপুর তাঁদের বাগদাদ সেরেছেন। আমির কন্যা ইরা খানের সঙ্গে নূপুরের প্রেমের প্রগাঢ় সম্পর্ক ছিল। মাঝে মাঝেই একসঙ্গে একান্ত সময় কাটাতে দেখা গিয়েছে দু’জনকে। তবে আগে কেইই প্রকাশ্যে আনেননি ওঁদের প্রেম। আমির- অনুরাগীদের এবিষয়ে একেবারেই যে জল্পনা ছিল না, তা উড়িয়ে দেওয়া যায় না। ওই খবর মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। তাঁদের প্রেমের পরিণতি স্বরুপ, আমির কন্যার সঙ্গে নূপুরের বাগদানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। নূপুর এবং ইরা ইনস্টাগ্রামে তাঁদের বাগদানের ভিডিও শেয়ার করেছেন। প্রখ্যাত অভিনেতা-বাবার অসংখ্য ফ্যান ইরা ও নূপুরকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেয়। ওই বাগদানের ভিডিওতে দেখা গিয়েছে, বন্ধুদের সামনে নূপুর ইরাকে হাঁটু গেড়ে প্রপোজ করেছেন। আর ইরা বলেছেন, হ্যাঁ। ঠিক তখনই ইরা ও নূপুরের বন্ধুরা আনন্দোচ্ছ্বাসে চিৎকার করতে থাকেন।
