



সাশ্রয় নিউজ ★ পেনসিলভানিয়া : ফলস টাউনশিপে শনিবার এক বন্ধুকবাজ তিনজনকে হত্যা করে। ঘটনায় সন্দেহভাজন একজনকে দেশটির পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। ধৃতের নাম আন্দ্রে গর্ডস। বয়স ২৬। আরও জানা যায় যে, ওই যুবক আলাদা আলাদা তিনটি বাড়িতে তিনজনকে হত্যা করে। এবং একটি গাড়ি ও ড্রাইভারকে হাইজ্যাক করে সে নিউ জার্সির দিকে পালাচ্ছিল। এমন সময় পুলিশের জালে ধরা পড়ে আন্দ্রে নামে ওই যুবক। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এ-ও খবর, পুলিশ নিশ্চিত করেছে যে, “নিউজার্সি যাওয়ার পথে তাঁর গাড়ি থামানো হয়। এরপর তাঁকে শনাক্ত করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।” সংবাদমাধ্যমকে জানান টেন্টনের পুলিশ ডিরেক্টর ষ্টিভ উইলসন। ছবি : প্রতীকী
আরও পড়ুন : Activated Indian SIM Racket : সিম কার্ড প্রতারণা চক্রের হদিয়, গ্রেফতার চার
