



সাশ্রয় নিউজ ★ মুম্বাই : অনন্ত আম্মানীর বিয়েতে (Ambani Wedding) অতিথি তালিকায় বিলগেটস। মার্চ মাসের ১-৩ তারিখ থেকে বিয়ের আসর। অনন্ত ও রাধিকার বিয়ের আসর বসছে জামনগরে। ২০২২ সালে রাধিকা মার্চেন্ট ও রিলায়েন্স কর্তার পুত্র অনন্ত আম্বানীর বাগদান সেরে ফেলেছিলেন। দেশ ও বিদেশের বহু অতিথি এই বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায়। পাশাপাশি, আমন্ত্রিত বিল গেটসও। -সংগৃহীত ছবি
আরও পড়ুন : Virat-Anuska : বিরাট-অনুষ্কার কোলে নবজাতক আসায় তাঁদের শুভেচ্ছায় ভাসালেন নেটবাসীরা
