Sasraya News

Friday, March 28, 2025

Alipurduar : বোনাসের দাবিতে বিক্ষোভ কোহিনূর চা-বাগানে

Listen

বোনাসের দাবিতে বিক্ষোভ কোহিনূর চা-বাগানে

সাশ্রয় নিউজ ★ফালাকাটা : বোনাসের দাবিতে বিক্ষোভ কোহিনূর চা-বাগানে। পুজো এসে গিয়েছে। অথচ চা-বাগান মালিকরা কর্মচারীদের বোনাস দিচ্ছেন না। আর কবেই বা বোনাস দেবেন তা স্পষ্ট করেননি বলে শ্রমিক-কর্মচারীদের মত। মঙ্গলবার সকাল থেকে চা-বাগান শ্রমিক-কর্মচারীরা অবস্থান শুরু করে। শ্রমিকদের কথায়, মালিকপক্ষ তাঁদের জানান, ১১ শতাংশ বোনাস দেবেন। কিন্তু কবে? স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment