Sasraya News

Thursday, March 13, 2025

Alia Bhatt Deepfake Video : ডিপফেকের শিকার আলিয়া

Listen

ডিপফেকের শিকার আলিয়া 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : পরপর অভিনেত্রীদের ডিপফেক ভিডিও (Deepfake) ভাইরাল হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনার (Rashmika Mandana) প্রথম ডিপফেক ভিডিও ভাইরাল হয়। অন্য মহিলার বসানো হয় ‘ডিয়ার কমরেড ‘ -এর (Dear Comred’ অভিনেত্রীর মুখ। এর পর শিকার হন কাজল (Actress Kazal Devgan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) তারপরেই ডিপফেকের শিকার হন আলিয়া ভাট (Alia Bhatt)।  সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় আলিয়ার একটি ডিপফেক (Alia Bhatt Deepfake Video) সেখানে একটি ভিডিওতে দেখা যায়, একটি ভিডিওতে আলিয়ার মুখ বসানো হয়। ওই ভিডিওতে আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা যায়। তবে ওই ভিডিও থেকে স্পষ্ট যে, ওটি আলিয়ার ভিডিও না। আলিয়ার ভিডিও নিয়ে প্রযুক্তির সাহায্য নিয়ে কারিকুরি করা হয়েছে। এখনও এ বিষয়ে আলিয়ার (Alia Bhatt) কোনও মন্তব্য সামনে আসেনি।
আরও পড়ুন : Tiger 3 Box office collection : কে এগিয়ে ‘টাইগার ৩’ নাকি ‘পাঠান’!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment