Sasraya News

Akasa Air : পাখির সঙ্গে বিমানের সংঘর্ষ 

Listen

পাখির সঙ্গে বিমানের সংঘর্ষ 

সাশ্রয় নিউজ : মাঝ আকাশে পাখির সঙ্গে উড়ানের সময় সংঘর্ষের মুখোমুখি হল একটি বিমান। আহমেদাবাদ থেকে দিল্লিগামী একটি আকাসা এয়ারের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে যাত্রী হতাহতের কোনও খবর না থাকলেও উল্লেখ যে, পাখির সঙ্গে ধাক্কা লেগে বিমানটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এয়ারপোর্টে অবতারণের সামান্য আগে এই ঘটনার সম্মুখীন হয় বিমানটি। ১,৯০০ ফুট উঁচুতে  সংঘর্ষটি হয়। এই ঘটনায় ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন উদ্বেগ প্রকাশ করেছে বলে খবর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read